বাউফলে তীব্র শীত ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

বাউফলে তীব্র শীত ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

বাউফল (পটুয়াখালী) ০৪ জানুয়ারী : দক্ষিনের উপকূলীয় জেলা পটুয়াখালীর বাউফল উপজেলায় তীব্র শীত,বৃষ্টিতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এতে উপজেলার ৮টি চর অঞ্চলের নদীর পাড়ের ছিন্নমূল.গরীব ও খেটে খাওয়া মানুষ যেমন শীতে কষ্ট পাচ্ছে তেমনি বন্ধ হয়ে গেছে রোজগার। বিশেষ করে দিনমজুর,জেলে ও মৎস্য ব্যবসায়ীরা পরেছে বিপাকে। গত বৃহস্পতিবার ও শুক্রবার সকাল থেকে সূর্যের মুখ না দেখায় অনেকটাই তাপমাত্রা কমে যায় এই উপকূলীয় এলাকায়। আজ শনিবার ভোর থেকেই কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টিপাত হয়েছে।
খেটে খাওয়া মানুষ জানায়,অতিরিক্ত শীত ও বৃষ্টির কারনে কাজ করতে পারছেন না তারা। বৃষ্টির কারনে বাজারের কৃষি পন্যে চড়া দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে ক্রেতাদের। এমনকি ১০০ টাকার প্রতি কেজি পেয়াজঁ ১৭০ টাকায় কেনতে হয়েছে। যা সব শ্রেনির ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।
এব্যাপারে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান আলকাস মোল্লা প্রতিনিধিকে জানান টানা তিন দিনের বৃষ্টিতে চরঅঞ্চলের খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে। তীব্র শীত ও বৃষ্টিতে কোন কাজ করতে পারেনি।